Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষত আর যন্ত্রণা নিয়ে প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:৪৯ পিএম

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম রাব্বি হোসেন শুভ। এ ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানায় একটি মামলা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, অপহরণকারীদের সঙ্গে রাব্বির পরিবারের জমিজমা সংক্রান্ত বিবাদ থাকতে পারে। এই নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে একাধিক মামলা করেছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া সংবাদমাধ্যমকে জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওই ছাত্রকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সন্দেহভাজন পাঁচজন অপহরণকারীর নাম উল্লেখ করে এ ঘটনায় রাব্বির বাবা মো. আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববিদ্যালয় ছাত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ