Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনোয়ারায় দু’পক্ষের মারামারিতে নারীসহ আহত ৬, পাল্টাপাল্টি অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৩:৫৯ পিএম

আনোয়ারায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মারামারিতে উভয় পক্ষের নারীসহ ৫ আহতের ঘটনা ঘটেছে। গত বুধবার(২১ এপ্রিল) দুপুর ১ টা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব তুলাতলী ও রাত ৮ টায় থানা গেইটের সামনে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ ১০ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় পাল্টাপাল্টি ২ টি অভিযোগ দায়ের করা হয়েছে।। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আনোয়ারা থানা ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব তুলাতলী মাস্টার হরি মোহন দত্তের বাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে চট্টগ্রাম বেতার ও টিভি শিল্পী কংসরাজ দত্তের পরিবারের সাথে সনজিত দত্তের পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কংসরাজ দত্তের ভাই কমলরাজ দত্ত (৩৪) ও ভাইয়ের স্ত্রী নমিতা দত্ত (৩৫), মুন্নি দত্ত (৩৩) ও প্রতিবেশি দেবু দত্ত (৫৫) এবং সনজিত দত্তের পরিবারের সনজিত দত্ত (৫১) ও চুমকি দত্ত (৩৮), গুরুতর ভাবে আহত হয়। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সংকরাজ দত্তের পরিবার বুধবার রাত ৮ টায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রতি পক্ষ সনজিত দত্তের লোকজন থানা গেইটের সামনে আবারো হামলা করলে কংশরাজ দত্তের ভাই কমল রাজ দত্ত (৩৪) আহত হয়। এতে উভয় পক্ষ ১০ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় পাল্টাপাল্টি ২ টি পৃথক অভিযোগ দায়ের করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে কংশরাজ দত্ত জানায়, দুপুর ১ টার দিকে তার পরিবারের লোকজনের উপর হামলা করলে তারা চিকিৎসা শেষে থানায় অভিযোগ করতে যায়। কিন্তু সেখানে আবারো সনজিত দত্তের লোকজন থানা গেইটের সামনে তাদের উপর হামলা করে। এতে তার ভাইসহ ৪ জন আহত হয়েছে।
থানার সামনে রাতে হামলার বিষয়ে অভিযুক্ত দিপু দত্ত (৩২) হামলার কথা শিকার করে জানায়, বুধবার দুপুরে তার বোন চুমকি দত্তের উপর হামলা করায় তারা রাতে পাল্টা হামলা করেছে।

স্থানীয় ইউপি সদস্য বিকম কান্তি দে জানায়, দুপুরে দু’পক্ষের মারামারিতে আহতদের চিকিৎসা শেষে থানায় অভিযোগ করতে গেলে দিপু দত্ত ও টিপু দত্ত লোকজন নিয়ে তার সামনেই কমল রাজ দত্তের উপর হামলা করেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রæতার জের ধরেই বুধবার উভয় পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ ২ টি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ