Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কে চারদিনের হলিডে কারফিউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ এএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত দেশব্যাপী চারদিনের হলিডে কারফিউ ঘোষণা করেছে তুরস্ক। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ এপ্রিল জাতীয় সার্বভৌমত্ব ও শিশু দিবসের ছুটির পাশাপাশি আজ সন্ধ্যা ৭টা থেকে ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত চার দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার রোধে দিবসটি উপলক্ষে সরকারিভাবে পুষ্পস্তবক অর্পণ ছাড়া সরাসরি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এর পরিবর্তে ভার্চুয়ালি দিবসটি পালন করা হবে। প্রতি বছর ২৩ এপ্রিল তুরস্ক ১৯২০ সালে অনুষ্ঠিত তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম সমাবেশের কথা স্মরণ করে। গত সপ্তাহ থেকে তুরস্কে নতুন করে করোনা শনাক্ত রোগী ও মৃত্যু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রথম দুই সপ্তাহে সংক্রমণ বাড়ায় এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে বর্তমানে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলছে। এই সময়ে জরুরি অবস্থা ব্যতীত আন্তঃনগর ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ ঝুঁকিপ‚র্ণ শহরগুলোতে সাপ্তাহিক কারফিউ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ক্যাফে ও রেস্তোঁরাগুলো শুধুমাত্র অনলাইন পরিষেবা দিতে পারবে, অন্য সেবাগুলো বন্ধ থাকবে। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ