Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাসখন্দে জিয়ারুল-মনিরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ভারোত্তোলনের দুই টেকনিশিয়ান গেছেন লকডাউনের আগের দিন (১৩ এপ্রিল)। আর জাতীয় দলের দুই ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ও মনিরা কাজী বিশেষ ব্যবস্থাপনায় গতকাল গেলেন উজবেকিস্তানে। সেখানে তারা অংশ নেবেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে। তবে দুর্ভাগ্য দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের। টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেতে এই টুর্নামেন্টটি তার জন্য গুরুত্বপূর্ণ হলেও তাকে বিশেষ ব্যবস্থাপনায় উজবেকিস্তানে পাঠাতে পারেননি কর্মকর্তারা। ফলে মাবিয়ার অলিম্পিকে খেলা স্বপ্ন এখন অনেকটাই ধূসর। পাঁচজন যাওয়ার কথা ছিল তাসখন্দের এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে। ১৪ এপ্রিল লকডাউন শুনে আগের দিনই বিশেষ ব্যবস্থায় টিকিট কেটে চলে গেছেন দুই টেকনিশিয়ান ফারুক সরকার ও শাহরিয়া সুলতানা সূচী। কাল গেলেন জিয়ারুল ইসলাম ও মনিরা কাজীও। আজ তাসখন্দে পৌঁছেই ৮১ কেজি ওজন শ্রেণীতে লড়বেন মনিরা কাজী। আগামীকাল ১০২ কেজি ওজন শ্রেণীতে খেলবেন জিয়ারুল ইসলাম। দুবাই হয়ে তারা পৌঁছাবেন তাসখন্দে। মাবিয়ার খেলা ছিল গত বুধবার। লকডাউনের কারণে তাসখন্দ যেতে না পারায় খেলাও হয়নি তার। ফলে মাবিয়া বাদে সবাই এখন উজবেকিস্তানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়ারুল-মনিরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ