Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্রান্সে মহিলা পুলিশকে হত্যা লড়াই চালাবেন ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, দেশটি কখনও ‘ইসলামিস্ট চরমপন্থীদের’ কাছে নতি স্বীকার করবে না। শুক্রবার দেশটিতে সন্দেহভাজন একজন চরমপন্থীর ছুরিকাঘাতে একজন নারী পুলিশ সদস্য নিহত হওয়ার পর ম্যাখোঁ এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। স্টেফানি নামের ওই পুলিশ কর্মী নিহত হওয়ার পর তার নাম উল্লেখ করে এক টুইট করেন ফরাসি প্রেসিডেন্ট। নিজের টুইট বার্তায় ম্যাখোঁ বলেন, ইসলামিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই থেকে আমরা কখনও সরে আসবো না। শুক্রবার প্যারিসের দক্ষিণ-পশ্চিমে রামবুইলেটে নিজের পুলিশ স্টেশনে থাকা অবস্থায় সেখানে ঢুকেই ওই পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে হত্যা করে হামলাকারী। ওই হামলার ঘটনায় ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা সন্ত্রাসবাদের তদন্ত শুরুর পরই এমন কড়া হুঁশিয়ারি দিলেন ম্যাখোঁ। হামলার পর পরই সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে সেখানে থাকা অন্য কর্মকর্তারা। ফ্রান্সের জাতীয় সন্ত্রাস বিরোধী সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, তারা এই হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে। ফ্রান্সের সন্ত্রাস বিরোধী কৌঁসুলি জ্য-ফ্রাসোয়া রিচার্ডের অফিস এই তদন্তে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেছেন, তিউনিসিয়ার বংশোদ্ভূত সন্দেহভাজন ওই ব্যক্তি হামলার আগে যে মন্তব্য করেছিলেন, তা তার সন্ত্রাসবাদী উদ্দেশ্যে ইঙ্গিত দেয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ