Inqilab Logo

বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮, ২৪ যিলহজ ১৪৪২ হিজরী

জঙ্গিবাদের সাথে মাওলানা মামুনুল হকের কানেকশনের অভিযোগ ভিত্তিহীন বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৯:১১ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর ও যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজিজ আজ এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে জড়িয়ে জঙ্গি তথা পাকিস্তানি কানেকশনের যে অপবাদ দেয়া হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত ও নিয়মতান্ত্রিক সংগঠন। জঙ্গিবাদের নীতি, আদর্শ বা পলিসির সাথে আমাদের ন্যূনতম কোনো মিল নেই। আমাদের সকল কর্মসূচী প্রকাশ্যে ও পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে।
এ সংগঠনের মহাসচিবের মত গুরুত্বপূর্ণ পদে থেকে জঙ্গিবাদের সাথে কানেকশনের কোনো সুযোগ নেই। নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের আটককৃত সকল আলেম-উলামার নিঃশর্ত মুক্তি ও অযথা মিথ্যা অপবাদ না দেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, সোশ্যাল মিডিয়াসহ কিছু প্রচার মাধ্যম তিলকে তাল বানিয়ে প্রচার করে বেড়ায়। এ ব্যাপারে প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন