রাজউকের রাজ কেলেঙ্কারি

লে-আউটের অনুমোদন নেই। প্ল্যানে কি আছে জানে না পরিকল্পনা বিভাগ। কোনো শাখা থেকেও প্রস্তাবনা যায়নি।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের নেতা শামছুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলে গতকাল (রোববার) বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
শামছুল ফাউন্ডেশন ও গবেষণা পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম স্বপন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভাষা আন্দোলনের অন্যতম নেতা টাঙ্গাইলের কৃতী সন্তান নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। রোববার সকালে আওয়ামী লীগ, পরিবার, এলাকাবাসী ও ফাউন্ডেশনের পক্ষ থেকে কালিহাতী উপজেলার কদিম হামজানীতে শামছুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। পরে স্থানীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শেষে দুঃস্থদের মাঝে কাঙালি ভোজ বিতরণ করা হয়। এ সময় শামছুল হক ফাউন্ডেশন ও গবেষণা পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।