Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নায়িকা হতে ঘরছাড়া কিশোরীকে ধরে আনল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ২:৪২ পিএম

বড় হয়ে নায়িকা হওয়ার স্বপ্ন। এ স্বপ্নের কথা প্রকাশ করতেই বাবা মা বড় ভাইয়ের বকুনি। হতাশ কিশোরী বুঝতে পারে তার স্বপ্ন পূরণ হবে না। রাগ অভিমানে ঘর ছেড়ে পালিয়ে যায় সে। তবে মঙ্গলবার রাতে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে ধরে নিয়ে এলো বাসায়। কিশোরীর নাম মিফতাউল জান্নাত মিথিলা (১২)। তাদের বাসা নগরীর পাহাড়তলী থানাধীন জোলাপাড়া ফিরোজশাহ হাসান ভবন এর ৮ম তলায়। পুলিশ জানায় মা ও ভাইয়ের বকুনি খেয়ে ২৬এপ্রিল বিকেলে নিজ বাসা থেকে কিশোরী মিফতাউল জান্নাত মিথিলা (১২) কাউকে কিছু না বলে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে খুলশী থানাধীন খুলশী বাস্কেট সুপারমলের একটু সামনে রাস্তায় কান্নাকাটি করছিল সে। রাস্তা দিয়ে যাওয়া সময় গার্মেন্টস কর্মী ইয়াছমিন (৩৫) দেখতে পেয়ে তার সাথে কথাবার্তা বলে। পরে তাকে তার বাসায় নিয়ে যায়। এদিকে পাহাড়তলী থানা পুলিশ নিখোঁজ কিশোরীকে উদ্ধারের লক্ষ্যে তৎপর হয়ে কিশোরীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এক পর্যায়ে পুলিশের একটি চৌকস টিম ২৪ ঘন্টার মধ্যে খুলশী থানাধীন ওয়ারলেস ২নং কলোনী আরাফাতের ভাড়াঘর থেকে গার্মেন্টস কর্মী ইয়াছমিনের হেফাজত থাকা সুস্থ অবস্থায় কিশোরী মিফতাউল জান্নাত মিথিলাকে উদ্ধার করতে সক্ষম হয়। কিশোরী মিফতাউল জান্নাত মিথিলা’কে জিজ্ঞাসাবাদে সে জানায় ,তার বাবা মা ও বড় ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। তার স্বপ্ন সে নায়িকা হবে কিন্তু বাবা মা ও বড় ভাই তাকে নায়িকা হতে দিবে না মনে হওয়ায় সে বাসা হতে কাউকে কিছু না বলে চলে যায়।



 

Show all comments
  • Dadhack ৩০ এপ্রিল, ২০২১, ১:৫৭ পিএম says : 0
    Allah didn't create us to become an actress and actor, celebrity, these are all harram, it spread indecency in the society as such fornication adultery spread like corona virus. Now in our country fornication, adultery indecency spread like corona virus. Only Qur'nanic rule solve all these problems.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ