Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে এক বিজিবি সদস্য নিহত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ৩:৫৩ পিএম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে বুধবার সকালে বজ্রপাতে আলমগীর হোসেন (২৮) নামক এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাড়লা গ্রামের ইস্হাক মিয়ার ছেলে বিজিবি’র সদস্য আলমগীর হোসেন কয়েক দিন আগে ছুটি পেয়ে বাড়িতে এসেছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে আলমগীর বাড়ির সামনের হাওড়ে পরিবারের অন্য সদস্যের সাথে ধানের খেড় শুকানোর কাজে সহযোগিতা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রæত পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দুপুর ১২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ শাহ্ নেওয়াজের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ