নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি
নেছারাবাদ উপজেলায় ইন্দেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে ইন্দেরহাট বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. চাঁন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৮টার দিকে চাঁন মিয়া জনৈক সদর আলীর বাড়িতে ধান মাড়াই শেষে রাস্তার ওপর বিদ্যুতের তারে মাড়াই মেশিনের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে এলাকাবাসী দ্রুত চাঁন মিয়াকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত চাঁন মিয়ার ২ কন্যা সন্তানের জনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।