Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী লিগ শুরু ঈদের পর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৮:১৮ পিএম

লকডাউনের কারণে স্থগিত থাকা নারী ফুটবল লিগ ফের শুরু হবে ঈদের পর। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইং। যদিও তারা নারী লিগের খেলা ৫ মে শুরু করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ২৮ এপ্রিলের পর লকডাউন এক সপ্তাহ বেড়ে যাওয়ায় ঘোষণা অনুযায়ী লিগ মাঠে গড়াতে পারছেন না বাফুফের মহিলা উইং। তাই তারা ঈদের পরই খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য একটি তারিখও নির্ধারণ করা হয়েছে। বাফুফের মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানান, ঈদের পর ১৯ মে নারী লিগ ফের শুরু করা হবে। তিনি বলেন,‘সরকার ৫ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। তাই ঈদের আগে নয়, ১৯ মে থেকে লিগ শুরু করবো। ক্লাবগুলো যাতে তাদের দলের সবাইকে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে ভালোভাবে খেলায় অংশ নিতে পারে, সে জন্যই একটু সময় নিয়েছি আমরা।’

গত ৩১ মার্চ শুরু হয়েছিল নারী লিগ। কিন্তু লকডাউনের কারণে বাফুফে ৫ এপ্রিল লিগ স্থগিত করে দেয়। তখন সিদ্ধান্ত ছিল লকডাউন শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে খেলা শুরু হবে। প্রথমে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকায় বাফুফে ৫ মে লিগ শুরু করতে চেয়েছিল। তবে লকডাউন বেড়ে যাওয়ায় এখন নারী লিগের খেলা শুরুর নতুন দিনক্ষণ নির্ধারণ করতে বাধ্য হয়েছে দেশে ফুটবলের অভিভাবক সংস্থাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ