কোটালীপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৬ হাজার ৪ শত ৮৭ পরিবার
.jpg)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছে ১৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ।
সোমবার (৩ মে) ভোর ৫টায় পশ্চিত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি নামক স্থান থেকে নিষিদ্ধ জাল ও বিষের বোতলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের রাশিদুলের ছেলে ইসমাইল হোসেন (২৪) ও ইস্রাফিল (২২) এবং একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে হুসাইন (২২)।
বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সোমবার ভোর ৫টার দিকে সুন্দরবনের তেরকাটি এলাকায় অভিযান চালিয়ে বিষের বোতল, নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে শিকারকৃত মাছসহ তাদের আটক করা হয়। বন আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।