Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাকিবের অন্যরকম ঈদ

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরায় উৎসব মূখর পরিবেশ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আযহা পালিত হয়েছে। এবারের ঈদটি একটু অন্যরকমই কেটেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। স্ত্রী শিশির আগে ঈদ করলেও প্রথমবারেরমত কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করেছেন সাকিব। মাগুরা নোমানী ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠত হয়। বিশ্বসেরা ক্রিকেটার মাগুরার কৃতি সন্তান সাকিব সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে শহরের কেশব মোড়ে তার নিজ বাড়িতে পশু কোরবানী দেন। সাকিবের পিতা মাশরুর রেজা জনান, সাকিব এবার দুটি গরু ও ৪টি ছাগল কোরবানী দিয়েছেন। মাগুরা ক্রিকেট একাডেমীর পরিচালক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কী জানান, সাকিব মাগুরা ক্রিকেট একাডেমীর প্রশিক্ষনার্থীদের ক্রিকেটের কলাকৌশল শেখাতে স্টেডিয়ামে যান কিছু সময়ের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিবের অন্যরকম ঈদ

১৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ