Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিচ্ছেদের পরই ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা গেটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৩:১৮ পিএম | আপডেট : ৩:১৮ পিএম, ৬ মে, ২০২১

বিল ও মেলিন্ডা গেটসের ২৭ বছরের দাম্পত্যে ছেদ পড়তেই শুরু হয়ে গিয়েছে সম্পদের হস্তান্তর। বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দু’টি সংস্থায় বিনিয়োগ করল।

ক্যাসকেড ইনভেস্টমেন্ট সংস্থাটি বিলের বৃহত্তম সম্পদ। কোকা-কোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামে মেলিন্ডা গেটসের দুটি সংস্থায় স্টক স্থানান্তর করল ক্যাসকেড। সম্প্রতি ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তারা। টুইটারে একত্রেই বিচ্ছেদের ঘোষণা করেছেন গেটস ফাউন্ডেশনের দুই কর্তা বিল এবং মেলিন্ডা।

তাদের বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে বড়মাপের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার রিপোর্ট আসতে শুরু করেছিল। তাদের যৌথ সম্পত্তির ভাগ কী ভাবে হবে, সেটা নিয়েও জোর চর্চা চলছে। এর মধ্যেই বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় মাপের শেয়ার হস্তান্তর হল। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিল গেটস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ