Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চবিতে নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ হোক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১২:০৪ এএম

সবুজ পাহাড়, বিপুল বৃক্ষরাজি আর জীববৈচিত্র্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে ক্যাম্পাসের এই নান্দনিক সৌন্দর্য দিন দিন ধ্বংস হয়ে হচ্ছে গাছখেকো কিছু মহলের কারণে। গত চার বছরে ক্যাম্পাসের আশেপাশের এলাকা থেকে অন্তত সাত হাজার গাছ কাটা হয়েছে। এমনকি গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে পাঁচ কিলোমিটার রাস্তা। বর্তমানে ফাঁকা ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ঝুঁকিসহ নানা অজুহাতে কাঁটা হচ্ছে গাছ। স¤প্রতি বঙ্গবন্ধু উদ্যান, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও ব্যবসা প্রশাসন অনুষদ থেকে তরতাজা ৯টি গাছ কাটা হয়েছে। গাছগুলো কাটার ফলে কেবল সৌন্দর্যহানিই হচ্ছে না, বরং ক্যাম্পাসের পরিবেশও হুমকির মুখে পড়েছে।

মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন