Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে গাড়ির তেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৭:৩২ পিএম

নগরীতে অভিযান চালিয়ে সরকারী-বেসরকারী গাড়ির তেল চুরির সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তিন হাজার লিটার তেল এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে চোরাই তেল (ডিজেল) ক্রয়-বিক্রয় করার উদ্দেশে মজুদ করছে এমন খবর পেয়ে বন্দর থানাধীন আনন্দবাজার মোড়স্থ শওকতের গ্যারেজের ভেতরে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ শাহাবুদ্দিন (৩৩) ও মোঃ শাহিনকে (২৯) গ্রেফতার করা হয়।

পরে তাদের দেখানো মতে ট্রাকে ড্রাম ভর্তি ৩০০০ লিটার চোরাইকৃত ডিজেল উদ্ধার করা হয়। চোরাই তেল পরিবহনে নিয়োজিত ট্রাকটি (ঢাকা মেট্রো ন-১৩-২২৬৮) জব্দ করা হয়।তারা জানায়, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারী ও বে-সরকারী সংস্থার গাড়ীর অসাধু ড্রাইভারদের যোগসাজশে অবৈধ উপায়ে ডিজেল কিনে বিক্রির করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ