Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা বাতিল করুন : জাসদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৮:০৯ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, সামরিক শাসক জিয়া (সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান) জাতীয় গৌরবের ঐতিহাসিক স্মারকচিহ্ন মুছে ফেলতে সোহরাওয়ার্দী উদ্যানের অংশবিশেষে শিশুপার্ক স্থাপন করেছিলেন।

পরবর্তী সময়ে একই অপচেষ্টার অংশ হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জায়গা দখল করে শাহবাগ থানা স্থাপন করা হয়েছিল। তারা বলেন, জাতীয় গৌরবের স্মারকচিহ্ন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোনো বিবেচনাতেই রেস্টুরেন্ট বা বাণিজ্যকেন্দ্র স্থাপন সমর্থন যোগ্য নয়। তারা বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট বা বাণিজ্যকেন্দ্র স্থাপনের অপচেষ্টা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ