Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ১০ আষাঢ় ১৪২৮, ১২ যিলক্বদ ১৪৪২ হিজরী
শিরোনাম

অসহায়দের পাশে আওয়ামী লীগ ক্রীড়া কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৯:২৩ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে পুরো দেশ লকডাউনের আওতায় থাকায় দারুণ কষ্টে আছেন স্বপ্ল আয়ের অসহায় মানুষগুলো।

লকডাউনের এই সময়ে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রীড়াঙ্গনের স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি। বৃহস্পতিবার ইফতারের পূর্বে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংস্থা ও ক্লাবে স্বল্প বেতনে চাকরি করা ৪০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ এই কমিটির কর্মকর্তারা।

পল্টন ময়দান সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ ‘ঈদ শুভেচ্ছা’ হিসেবে সবার হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন।

প্রতিজনকে দেয়া হয় ১০ কেজি চাল এবং ১ কেজি করে ডাল, তেল, আটা, চিনি, আলু, সেমাই, লবণ ও পেঁয়াজ । 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন