Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আড়াইহাজারে গরুর খামারে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গ্রামের হাসিমের মালিকানাধীন একটি খামারে এই ঘটনা ঘটে। খামারের মালিক হাসেম জানান, প্রতিদিনের মতো রাতের কাজ শেষে ১০টায় খামারে আমি ঘুমিয়ে পড়ি।

রাত ১টার দিকে ৬ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার হাত, পা ও মুখ বেঁধে খামারে থাকা ৭টি গরু নিয়ে যায়। এরমধ্যে ৬টি ষাড় ও ১টি গাভী রয়েছে। প্রতিটি গরুর দাম লক্ষাধিক টাকার ওপরে রয়েছে তিনি জানান। তিনি আরো জানান, তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আড়াইহাজার থানার এএসআই তাহমিনা জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরুর খামার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ