Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রমিকদের ছুটি কর্তন না করার আহবান

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের বিবৃতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০১ এএম

করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের অজুহাতে গার্মেন্ট শ্রমিকদের ঈদের ছুটি কর্তন না করতে কারখানা মালিকদের প্রতি আহবান জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল এক বিবৃতিতে এই আহবান জানায় সংগঠনটি। বিবৃতিতে নেতারা বলেন, ছুটি শ্রমিকের অধিকার।কোনাে অজুহাতেই পাওনা ছুটি থেকে শ্রমিকদের বঞ্চিত করা যায় না।

সংগঠনের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার বিবৃতিতে বলেন, ঈদের ছুটির আগাম ক্ষতিপূরণ হিসেবে এপ্রিল মাসের প্রতিটি সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের ‘জেনারেল ডিউটি করানো হয়েছে। এখন লকডাউন ভঙ্গ হওয়ার অজুহাতে শ্রমিকদের ছুটি কর্তন করা হচ্ছে।

নেতারা বলেন, লকডাউন কার্যকর করার বিষয়টির সাথে উদ্দেশ্যমূলকভাবে শ্রমিক পাওনা ছুটি সম্পর্কিত করা হচ্ছে। বস্তুত ঈদের ছুটিতে যাতায়াত করতে পারা না পারার বিষয়টি আইন-শৃঙ্খলাজনিত। লকডাউনে সকল পেশার মানুষ নিজ গৃহে অবস্থান করলেও গার্মেন্ট শ্রমিকদের কারখানায় কাজ করানো হয়েছে।

এতে বলা হয়, শ্রমিকদের পাওনা এবং অর্জিত ছুটি কর্তন করার জন্য অপ্রাসঙ্গিকভাবে নানান যুক্তি প্রচার করা হচ্ছে। নেতারা কোনো অজুহাতে শ্রমিকদের ছুটি কর্তন না করার জোরালো দাবি জানিয়েছেন।

গতকাল শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে গার্মেন্ট শ্রমিক টিইউসির সভাপতি অ্যাড. মন্টু ঘােষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদার ঈদের ছুটি কর্তন করার দাবি জানান।
একইসঙ্গে শ্রমিক ভাই-বোনদের প্রতি মহামারি পরিস্থিতিতে নিজের এবং সমাজের অন্যান্যদের স্বাস্থ্য ঝুঁকির কথা সর্বদা স্মরণ রেখে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ