Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ার আবাসিক এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৫:১০ পিএম

ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । এতে অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে ইসরায়েল কুনেইত্রা প্রদেশে দ্বিতীয় দফা হামলা চালালো। -টাইমস অব ইসরায়েল, সানা

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার বিকেলে আইন আল-তিনা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। আহত ব্যক্তিকে কুনেইত্রা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, গত ৬ মে ইসরায়েলি বাহিনী কুনেইত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তার ২৪ ঘণ্টারও কম সময় আগে ইহুদিবাদী বাহিনী উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া-ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ