Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২২ জুন ২০২১, ০৮ আষাঢ় ১৪২৮, ১০ যিলক্বদ ১৪৪২ হিজরী

নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১, আহত-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১০:১৪ পিএম

সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামের এক আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে মারা যান সাদ্দাম হোসেন। নিহত সাদ্দাম দক্ষিণ চরক্লার্ক গ্রামের মো হাসানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে হাজী ইদ্রিস মিয়ার বাজার সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। এসময় পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি মোটরসাইকেলে সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সাদ্দামের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে তিন আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ৮টার দিকে সাদ্দামের অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক দুর্ঘটনায় সাদ্দামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ