Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন করে সুমনা হকের মায়াবী এই রাতে

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে গুণী শিল্পী সুমনা হকের নতুন কোনো গান নেই। প্রায় তিন যুগের সংগীত জীবনে তার একক অ্যালবাম মাত্র চারটি। ১৯৮৮ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবামের ‘মায়াবী এই রাতে’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া তার গাওয়া অসংখ্য বিজ্ঞাপনচিত্রে জিঙ্গেল শ্রোতাপ্রিয়তা পায়। এখনও তার কণ্ঠ শোনার জন্য ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন। অনেকটা নিভৃতচারী এই শিল্পী তার গাওয়া ‘মায়াবী এই রাতে’ গানটি নতুন করে গেয়েছেন। এবারের ঈদে চ্যানেল নাইনের ফিউশনধর্মী গানের অনুষ্ঠান পাওয়ার লাউঞ্জে তিনি গানটি গেয়েছেন। এই গানটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। ভিউয়ার্সরাও তা উপভোগ করছেন। সুমনার মা কবি খালেদা এদিব চৌধুরীর সঙ্গে গানটি যৌথভাবে লিখেছিলেন আহমেদ ইউসুফ সাবের। সংগীতায়োজন করেছিলেন ফোয়াদ নাসের বাবুর। উল্লেখ্য, ১৯৮৬ সালে জিঙ্গেলের মাধ্যমে সুমনা হক গানের ভুবনে আত্মপ্রকাশ করেন। দুই হাজারেরও বেশি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। তাকে জিঙ্গেল সম্রাজ্ঞীও বলা হয়। তার চারটি একক অ্যালবামগুলো হচ্ছেÑ মায়াবী এই রাতে (১৯৮৮), মাঝে কিছু বছর গেলো (২০০০), তুমি রবে নীরবে (২০০৮) এবং কিছু স্মৃতি কিছু বেদনা (২০১৫)। চিত্রশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি একক চিত্র প্রদর্শনীও করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন করে সুমনা হকের মায়াবী এই রাতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ