Inqilab Logo

ঢাকা, সোমবার, ২১ জুন ২০২১, ০৭ আষাঢ় ১৪২৮, ০৯ যিলক্বদ ১৪৪২ হিজরী
শিরোনাম

বরিশাল মহানগরীতে করোনা সংক্রমণে আরো ১ জনের মৃত্যু

নমুনা পরীক্ষা হ্রাসের কারণে সনাক্ত কমছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ২:২৬ পিএম

আরো একজনের মৃত্যুর মধ্যে দিয়ে বরিশাল মহানগরীতে করোনা সংক্রমণে সংখ্যাটা ৬৫’তে উন্নীত হল। ফলে বরিশাল জেলায় ১১৭ এবং দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যাটা দাঁড়াল ২৭৩ জনে। এ অঞ্চলে মৃত্যুহার এখনো ১.৮২%। বরিশাল মহানগরীর আমবাগান এলাকায় ৭৯ বছর বয়স্ক এক ব্যাক্তি শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলে ২৩৩ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। গত সপ্তাহখানেক ধরেই দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষার সংখ্যা হ্রাস পাচ্ছে। ফলে সনাক্তের সংখ্যাও কমছে। স্বাস্থ্য বিভাগের মতে, দক্ষিনাঞ্চলে গড় সনাক্তের হার এখনো ১৫.১৩%। গত বছর এপ্রিল মাস থেকে ১১ মে পর্যন্ত দক্ষিণাঞ্চলে সর্বমোট ৯৯ হাজার ১৭১ জনের নমুনা পরিক্ষায় ১৪ হাজার ৯৭২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলার অবস্থাই কিছুটা খারাপ। দ্বীপজেলাটিতে এসময়ে ৯জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হবার ফলে মোট সংখ্যাটা ১ হাজার ৮২৯ জনে উন্নীত হল। এপর্যন্ত মারা গেছেন ২৫ জন। এসময়ে পিরোজপুর ও বরগুনাতে নতুন আক্রান্ত হয়েছেন ৩ জন করে। পিরোজপুরে এপর্যন্ত মোট আক্রান্ত ১ হাজর ৬১৭ জনের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। বরগুনাতেও ১ হাজার ২৪১ জনের মধ্যে মারা গেছেন ২৪ জন।
গত ২৪ ঘন্টায় বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠীতে দুজন করে করোনা সনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে বলা হয়েছে। মূলত এদুটি জেলাতেই নমুনা পরিক্ষার সংখ্যা হ্রাসের কারণে সনাক্তের সংখ্যাও কমছে। এপর্যন্ত বরিশালে মোট আক্রান্ত ৬ হাজার ৮১৬ জনের মধ্যে ১১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালীতে আক্রান্ত ২ হাজার ১৭৪ জনের মধ্যে মারা গেনে ৫০ জন। এ জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিনাঞ্চলের সর্বোচ্চ ২.৩০%। ঝালকাঠীতেও এ পর্যন্ত ১ হাজার ২৯৫ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।

আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৬৪ জন সহ সর্বমোট ১২ হাজার ৬৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন । এ অঞ্চলে গড় সনাক্তের হার এখন ৮৪.৪৭%। তবে সুস্থতার এ হার গত এক সপ্তাহে প্রায় ৩% বাড়লেও তা এক মাস আগের তুলনায় প্রায় ১৩% কম।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ