Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ আহত ৭ জন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২১, ৩:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ধানবোঝাই একটি (ঢাকা-মেট্রো-ট ১৬-০৪৬৯) নং ট্রাকের সাথে ধানকাটা শ্রমিকবাহী ভুটভুটির সংঘর্ষে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ‍্য কমপ্লক্সে ভর্তি করেছে। ১৫ মে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল বারেক জানান, শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক দূর্ঘটানায় আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার মধ্যে ৩ জনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন এবং আহত ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবোঝাই একটি (ঢাকা-মেট্রো-ট ১৬-০৪৬৯) নং ট্রাক আড্ডা থেকে নাচোল অভিমুখে যাচ্ছিল এবং গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রাম থেকে ছেড়ে আসা ধানকাটা শ্রমিক বোঝাই ভুটভুটি সোনাইচন্ডী-ধানসুরা হয়ে নিয়ামতপুরের চান্দিইলে গ্রামে যাচ্ছিল।
নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের-রেজাউল করিম (৪৫), আব্দুল মালেক (৪০) ও জাইদুল ইসলাম লিটন (২৫)। আহতরা হচ্ছে-তসিকুল (২০), জাহিদুল (২০), সাহারুল (৪০), আব্দুল মান্নান (৫০), বুলবুল (৪০), আলাউদ্দিন (২৫) ও বশির (৪০)।
ঘটনাস্থলে উপস্থিত থাকা নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল অহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার কারণ চিহ্নিত ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। তিনি আরও জানান নিহত ও আহতরা সবাই একই এলাকার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ