Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ১০ আষাঢ় ১৪২৮, ১২ যিলক্বদ ১৪৪২ হিজরী

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৫:০৬ পিএম

টাঙ্গাইলের সখিপুরে রবিবার(১৬মে) পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। পৃথক দুইটি ঘটনাই সখিপুর-সাগরদিঘী সড়কে ঘটেছে। উপজেলার কুতুবপুর এলাকায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে তাসলিমা(১৭) মৃত্যু হয়েছে। তাসলিমা ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার এনায়েতপুর সুইসুতা এলাকার আবু তাহেরের মেয়ে। সে নিজ বাড়ি থেকে অটোভ্যানে নানাবাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার কুতুবপুর আসছিল। তার নানার নাম সুলতান মিয়া। পথিমধ্যে অটোভ্যানে ওড়না পেঁচিয়ে পিচঢালা সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে সখিপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এক বৃদ্ধ বাবুল মিয়া(৭০) সড়ক পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় সে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাবুল মিয়া উপজেলার বেলতলী এলাকার মৃত মাসুদ আলীর ছেলে। সখিপুর থানার এসআই মেহেদী হাসান বলে,দুইটি সড়ক পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন