Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট সিটি করপোরেশনের প্রকৌশলীর বাসায় ডাকাতি

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) রুহুল আলম এর বাসায় ডাকাতি হয়েছে। নগরীর চৌখিদেখীর রুপসা ৯ নং বাসায় গতকাল সোমবার ভোরে সাড়ে ৪ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৮০ ভরি স্বর্ণ, নগদ চার লক্ষাধিক টাকা ও ১১ টি মোবাইল ফোন, ২টি ট্যাবসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী রুহুল আলম জানান, চট্টগ্রাম থেকে গতকাল (সোমবার) সকালে বাসায় আসি। বাসায় এসে শুনি ডাকাতি হয়েছে। ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ভোরে বাসার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে বাসার আলমিরা ও লকার ভেঙে প্রায় ৮০ ভরি স্বর্ণ, নগদ দেড় লক্ষাধিক টাকা ও ১১ টি মোবাইল ফোন লুট করেছে। এসবের মূল্য প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি জানান, এ ডাকাতির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, খবর পেয়ে গতকাল সকালে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) ফয়সল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, প্রকৌশলী রুহুল আলম এর বাসার গৃহপরিচালক শেকুল ইসলাম ও সাবেক গৃহপরিচালিকার ভাই কায়েস মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট সিটি করপোরেশনের প্রকৌশলীর বাসায় ডাকাতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ