Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ীর ৫ টি ঘর ভস্মীভূত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৭:৫৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ৫ টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের ফজল হকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফজল হক তার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে জানাযায় অংশ নেয়ার জন্য স্ত্রীসহ সেখানে চলে যান। জানাযা শেষে শ্বশুর বাড়ীতে অবস্থান কালে ভোর রাতে মোবাইল ফোনের মাধ্যমে নিজ বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। এসময় স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে অগ্নিকান্ডের বিষয়ে জানালে পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়রা অরো জানান, অগ্নিকান্ডে ফজল হকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুন্দরগজ্ঞ স্টেশন ইনচার্জ নারায়ণ চন্দ্র বর্মা বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টা খানেক চেষ্টার আগুন নিয়ন্ত্রেন আসে। বৈদ্যুতিক শকসার্কিট হতে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ