Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০০ এএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে সবগুলো সূচক। এদিন দেশের উভয় পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা, যা প্রায় গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ নয় হাজার টাকা।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
এদিকে, গতকাল সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৫ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৮২৬ টাকা। যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২১টির। কমেছে ১৫৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৮৪০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৯ পয়েন্টে।
অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯০৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৯৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯৫৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৩ পয়েন্টে। সিএসআই আট পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসই

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ