Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নোবেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৯:২৫ এএম

কিছুদিন থেকেই ফেসবুকে একের পর এক মানহানিমূলক পোস্টের জন্য আলোচিত সমালোচিত মাইনুল হোসেন নোবেল ওরফে নোবেলম্যান। দেশের স্বনামধন্য টিভি, মিডিয়া ব্যক্তিবর্গকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেন তিনি। নানা বিতর্কের পর শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন সঙ্গীত শিল্পী মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (১৮ মে) ভুল স্বীকার করে জেমস ও সাংবাদিকদের উদ্দেশ্য করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পৃথক দুটি স্ট্যাটাস দেন তিনি।

রাত নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জেমসের কাছে নিজেকে ক্ষমা করে দেয়ার আর্জি জানান নোবেল। জেমসের কাছে ক্ষমা চেয়ে স্ট্যাটাসে নোবেল লেখেন, 'জেমস্ ভাই। আমার তো মায়ের পেটের বড় ভাই নাই। যদি থাকতো, আমি তাঁকে আপনার মত করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।'

নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় দেয়া স্ট্যাটাসে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখে জানালেন, এমন ভুল আর হবে না। সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেন, 'রোড এক্সিডেন্ট-এর পর আমাকে কেউ একবার কল করে খবর নিলো না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুন শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িছে এনেছি। আমি না হয় ভুল করবো। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি। আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না... সবাইকে ভালোবাসা... ঈদ মোবারক।'

এদিকে জেমসের কাছে ক্ষমা চেয়ে নতুন প্রশ্নের জন্ম দিলেন নোবেল। জেমসকে নিয়ে স্ট্যাটাসগুলো পোস্ট হওয়ার পর নোবেল বলেছিলেন, তার ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে এবং স্ট্যাটাসগুলো হ্যাকার লিখেছে। যদি স্ট্যাটাসগুলো হ্যাকার লিখে থাকে, তাহলে জেমসের কাছে নোবেলের ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। তাহলে কেন তিনি জেমসের কাছে ক্ষমা চাইলেন ?

উল্লেখ্য, ঈদের দিন শুক্রবার (১৪ মে) থেকেই ভেরিফেইড ফেসবুক হ্যাকড হওয়া, সুরকার আহমেদ হুমায়ূনের ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি, নিজের মৃত্যুর তারিখ ঘোষণা, গানের ইতি টানার পোস্টে সয়লাব ছিল তার পেজ। ধারাবাহিক এসব পোস্টের জন্য আইনি নোটিশও দেয় সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফোরাম (সিএসএফ) নামে একটি সংগঠন। এ প্রেক্ষিতেই দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাউন্ডটেক সারেগামাপা তারকা মাঈনুল আহসান নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করে। পরিচালক অনন্য মামুন তার সিনেমা থেকে নোবেলের গান বাদ দেন।

এছাড়া সম্প্রতি একজন বিনোদন সাংবাদিককে অপহরণের হুমকি দেন তিনি। সাংবাদিককে তুলে নিয়ে আসার হুমকি দিয়ে স্ট্যাটাসে লিখেছিলেন ‘‘পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও! প্লিজ, অনেক দিন ‘চুল’ কাটি নাই।’’

তার এসব আচরণে সবাই যখন ক্ষুব্ধ তখনই ফেসবুকে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নোবেল।



 

Show all comments
  • Masud Rana ১৯ মে, ২০২১, ১২:০৬ পিএম says : 0
    He is a real talented singer it is no doubt, I salute his talent but as a man he is totally common senceless.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ