Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হতে পারে ফেব্রুয়ারিতে

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে আগামী বছর শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেন বলে জানিয়েছেন এক শীর্ষ ইইউ কর্মকর্তা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক বলেন, ফেব্রুয়ারি নাগাদ ব্রেক্সিট আলোচনা শুরু করতে যুক্তরাজ্য প্রস্তুত থাকবে বলে তাকে জানিয়েছেন মে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য দুই বছরের ইইউ ত্যাগ প্রক্রিয়া শুরু করার সময়সীমা স্পষ্ট করে জানাল বলে মন্তব্য করেছেন বিবিসির এক রাজনৈতিক সংবাদদাতা। লিসবন চুক্তির আর্টিকেল-ফিফটি কার্যকর হওয়া মাত্রই যুক্তরাজ্যের ইইউ ত্যাগ অর্থাৎ, ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারবে। এ প্রক্রিয়াটি শুরু হওয়ার সময় নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। টেরিজা মে সরকার এর সময়সীমা নিয়ে কোনো সুস্পষ্ট সংকেত এর আগে দেয়নি। যুক্তরাজ্যে গত ২৩ জুনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেয় যুক্তরাজ্যবাসীÑ যাতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তর ঐক্যের স্বপ্নে সবচেয়ে বড় ধাক্কা আসে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা, তা নিয়ে ২০১৩ সালে গণভোটের প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেছিলেন ৪৯ বছর বয়সী ক্যামেরন। ক্যামেরন গণভোটে ইইউতে থাকার পক্ষে অবস্থান নিলেও তার দলের অনেক নেতা বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হতে পারে ফেব্রুয়ারিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ