Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রকৃতিকে বাঁচাবার আহ্বান জানালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১১:৪৯ এএম

দেশের মাটিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা জয়া আহসান এখন ভারতেও জনপ্রিয়। দুই বাংলাতেই জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করা অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়া আহসানের নাম। এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে, এক বিশাল হাত প্রসারিত আকাশের দিকে ৷ বাঁচার জন্য অসহায় এক আর্তি স্পষ্ট তার শরীরী ভঙ্গিমায় ৷ ঘন সবুজ অরণ্যের মধ্যে সে হাত তুলে যেন সাহায্য চাইছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ৷

ফেসবুকে নিজের ওয়ালে জয়া লেখেন, ‘সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক!! আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি!!’

এই গাছের ভাস্কর্যের ছবি কিছু দিন ধরে আবার সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ৷ এই অপরূপ ভাস্কর্যের অবস্থান ইংল্যান্ডের ওয়েলসে। এর সম্পর্কে অভিনেত্রী জানান, এই পাইন গাছটি ছিল ইংল্যান্ডের উচ্চতম গাছ ৷ ২০৯ ফিট উচ্চতার এই গাছটি টেক্কা দিত ২০ তলা উঁচু বহুতলকেও৷ সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরুপ দেন। তার শৈল্পিক ছোঁয়ায় দৈত্যাকার গাছটি এখন বিপন্ন আরণ্যকের প্রতীক৷

সম্প্রতি অভিনেত্রী আরো একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, সাদা কাফতান টপ আর খোলা চুলে নিউড মেক আপ করে প্রকৃতির মাঝে ছবি শেয়ার করলেন। লিখলেন, ‘গাছগুলি আমাকে একটি বিশেষ ধরণের অনুভূতি দেয়’।

বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই হলেও জয়া আহসান এখনো নিজের রূপে ঘায়েল করেছেন সকলকে। এই অভিনেত্রীকে যে প্রথম দেখবে কেউ বলতে পারবেন না এনার বয়স ৪৯। এই বয়সে এসে এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন বহু অভিনেত্রীদের। তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন জয়া। মডেলিং থেকে অভিনেত্রী, ফিটনেস সবেতেই বাজিমাত জয়া আহসান। নিজের রূপচর্চা আর ফিটনেস নিয়ে বহুবার শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল সাইটেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়া আহসান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ