Inqilab Logo

সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ০৩ মাঘ ১৪২৮, ১৩ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

ইংল্যান্ড, স্পেনের পর রোনালদোর ইতালিজয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০০ এএম

বয়স ৩৬। অথচ এই বয়সেও দুর্দান্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ড ও স্পেনের পর এবার ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন পর্তুগালের এই ফরোয়ার্ড। ইতালিয়ান লিগে জুভেন্টাস এবার শিরোপা জিততে পারেনি, হয়েছে চতুর্থ। কিন্তু তাতে কী? রোনালদো নিজের কাজটা ঠিকই করেছেন। ২৯ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর এতেই বিশ্ব ফুটবলে শীর্ষ তিন লিগে প্রথম কোনও ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম উঠে গেছে রোনালদোর। প্রথম মৌসুমে কিছুটা পিছিয়ে থাকলেও সব মিলিয়ে সিরি ‘আ’তে ৯৭ ম্যাচে ৮১ গোল করেছেন রোনালদো। তিন মৌসুমে ১৩৩ ম্যাচে তার ঝুলিতে ১০১ গোল। ২০১৯ ও ২০২০ সালে ইতালির সেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন। এর আগে ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করে প্রথমবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। যা তাকে প্রথম ব্যালন ডি’অর পেতে সহায়তা করে। ম্যানইউ ছাড়ার আগে ২৯২ ম্যাচে ১১৮ গোল ছিল তার ঝুলিতে। এর পর রিয়াল মাদ্রিদে গিয়ে তিনবার পিচিচি ট্রফিও জিতেছেন। সেখানেও হয়েছেন সেরা খেলোয়াড়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদোর ইতালিজয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ