শ্রীবরদীতে মোটরের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে জড়িয়ে মঞ্জুরুল
গাইবান্ধা জেলা সংবাদদাতা : জেলার সদর উপজেলায় বজ্রপাতে আরিফ মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার জানেরপাড় গ্রামে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আরিফ মিয়া ওই গ্রামের আয়নাল হকের ছেলে। সে স্থানীয় সোনার বাংলা ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদুল মিয়া জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আরিফ গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।