Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিঘলিয়ায় তুচ্ছ ঘটনায় গ্রামবাসীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ৯

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৭:০২ পিএম

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বামন ডাঙ্গা গ্রামে বিবাদমান দুই গ্রুপের মধ্যে আজ রোববার কয়েক দফা সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ২৯ মে শনিবার সন্ধ্যায় বিলে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ওই গ্রামের লুৎফর মোল্যা এবং ইদ্রিস মোল্যার সঙ্গে মুকিত মীর এবং মিজান বিশ্বাসের বাকবিতণ্ডা হয়। ঘটনাটি নিয়ে মোল্যা এবং মীর বংশের সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় দুইজন আহত হয়। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগের দিনের ঘটনার জের ধরে আজ রোববার সকালে উভয় বংশের লোকজন সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের ৬/৭ জন আহত হয়। আহতরা হলেন নজরুল মোল্যা (৬০) পিতা মৃত গফুর মোল্যা, আজম মোল্যা (২৮) পিতা মৃত রতন মোল্যা, তরিকুল মোল্যা (৪৫) পিতা মৃত গফুর মোল্যা, সাইফুল মীর (৩৫) পিতা মোস্তাক মীর (২০), শাকুর মীর পিতা মৃত হেমায়েত মীর, নাঈম মীর (২০) পিতা শহর আলী মীর,ফয়সাল মীর এবং হাসমত মীর। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী পুলিশ সুপার খুলনা ‘ক’ অঞ্চল মোঃ রাজু আহম্মেদ ও ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ