Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক প্লেট বিরিয়ানির জন্য ৪২ টি গাড়ীতে আগুন

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর পানিবণ্টন নিয়ে ফুঁসে ওঠা বিক্ষোভে ব্যাপক জ্বালাও-পোড়াও করা হয়। এ বিক্ষোভে সি ভাগ্য নামে ২২ বছর বয়সি এক নারীকে ডেকে নেন বিক্ষোভকারীরা। তারা সি ভাগ্যকে বলেছিলেন, তাদের সঙ্গে থাকলে দিন শেষে তাকে এক প্লেট বিরিয়ানি ও ১০০ রুপি দেয়া হবে। রাজি হয়ে বিক্ষোভে অংশ নেন তিনি। এখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, বেঙ্গালুরুতে যে ৪২টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে ভাগ্যও ছিলেন। কাবেরী নদীর পানিবণ্টন নিয়ে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। ১২ সেপ্টেম্বর একদল বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসের চালক ও সহকারীদের হুমকি দেয়, বাস চলাচল বন্ধ না রাখলে ডিজেল ঢেলে তাদের পুড়িয়ে দেয়া হবে। বাস পার্কিংয়ের ভিডিও ফুটেজ এবং সেখানে থাকা লোকজনের মোবাইল ফোন থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গাড়ি পোড়ানোর সময় ভাগ্য তৎপর ছিলেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক প্লেট বিরিয়ানির জন্য ৪২ টি গাড়ীতে আগুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ