Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শেষ পর্যায়ে

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উপহার হিসেবে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার দুঃস্থ ও অস্বচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি টাকার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রায় শেষ পর্যায়ে। করোনা সঙ্কটের কারণে কোন মানুষ যেন খাদ্য কষ্টে না থাকেন সে লক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে গত রমজান মাস থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গত রমজানে নুডুলস, সেমাই ও চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিপুল সংখ্যক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের ৬টি জেলার জেলা প্রশাসক ছাড়াও বরিশালের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মো. সাইফুল আহসান বাদল পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করছেন।

এ কার্যক্রমে বরিশাল, পটুয়াখালী ও ভোলার জন্য ২০ লাখ টাকা করে এবং পিরোজপুরের জন্য ১৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। এছাড়া বরগুনা ও ঝালকাঠির জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে বলে বরিশাল বিভাগীয় কমিশনারের দফতর সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ