চেক ডিজঅনার মামলায় শিল্পী আব্দুল মান্নান রানার কারাদণ্ড

চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় কণ্ঠ শিল্পী ও ব্যবসায়ী আব্দুল মান্নান রানাকে (৬৫)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ দৈনিক ইনকিলাবকে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ, ফায়েজুর রহমান প্রমুখ। এলাকাবাসী জানান, অবৈধ স্থাপনা ভেঙে দেয়ায় বাজারের সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সরকারের কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।