Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাল্যবিয়ে থেকে মুক্তি পেল আসফি

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়িহাটা গ্রামের আশরাফ আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী আসফি খাতুন (১৪)। দরিদ্র পরিবারে জন্ম নেয়ায় অতি অল্প বয়সেই বিয়ে দিচ্ছিলেন তার বাবা-মা। কিন্তু মেয়ের বয়স অল্প হওয়ায় নিজের বাড়িতে বিয়ে দিতে পারছিলেন না তারা। তাই এক আত্মীয় বাড়িতেই বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। বরও ঠিকঠাক করা হয়। বর কাজিপুর উপজেলার হায়দার আলীর ছেলে আমজাদ হোসেন (২৫)। রবিবার মধ্যরাতে বগুড়ার ধুনট উপজেলার জিঞ্জিতলা গ্রামে এই বাল্যবিয়ের আয়োজন করা হয়। বর ও কনেসহ আত্মীয়-স্বজন দিয়ে ভরপুর হয় বিয়েবাড়ি। কিন্তু গোপনে বিয়ের আয়োজন করায় বাধে বিপত্তি। এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে বিয়েবাড়িতে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও কনেসহ সবাই বিয়েবাড়ি থেকে তখন পালিয়ে যায়। এ সময় লৎফর রহমান (৪৫) নামের এক কাজিকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম। দ-প্রাপ্ত কাজি লুৎফর রহমান গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও ধুনট সদরপাড়া বালিকা মাদ্রাসার শিক্ষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্যবিয়ে থেকে মুক্তি পেল আসফি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ