Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কানের পর্দা ফেটে গেলে

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী

নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড ৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
ই-মেইল: ধষধসমরৎ.পযড়ফিযঁৎু০৭@মসধরষ.পড়স

কি কি কারণে কানের পর্দা ছিঁড়ে যায়?
ক্স কোন কিছু দিয়ে কান খোঁচালে।
ক্স কানে কোন কিছু ঢুকলে, তা অদক্ষ হাতে বের করার চেষ্টা করলে।
ক্স হঠাৎ বাতাসের চাপজনিত কারণে যেমন : কানে থাপ্পর দিলে, কোন বিস্ফোরণ ঘটলে, বক্রিং।
ক্স হঠাৎ পানির চাপ যেমন : পানির নিচে সাঁতার কাটলে, ওয়াটার-পোলো, ডাইভিং।
ক্স মাথায় আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে।

উপসর্গসমূহ :
ক্স কানে ব্যথা। প্রথমে তীব্র এবং পরে অল্প ব্যথা।
ক্স কানে কম শুনতে পাওয়া। অল্প ফেটে গেলে কম শুনবে, বেশি ছিঁড়ে গেলে বধিরতা বেশি হবে।
ক্স কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে। মাথা ঘোরাতে পারে, যদিও তা স্বল্পকালীন।
ক্স কান পরীক্ষা করলে দেখা যাবে, কানের পর্দায় ছিদ্র আছে এবং ছিদ্রের চারপাশে এলোমেলো এবং লাল হয়ে আছে।
ক্স বহির্কর্ণে রক্ত জমাট থাকতে পারে।

চিকিৎসা :
ক্স কানে কোন ইনফেকশন না হওয়ার জন্য এন্ট্রিবায়োটিক খেতে হবে।
ক্স ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে।
ক্স কানে কোন পানি দেয়া যাবে না।
ক্স কান খোঁচানো যাবে না।
ক্স কানে কোন ড্রপ দেয়া যাবে না।
ক্স সাঁতার কাঁটা যাবে না।
ক্স দুই সপ্তাহ পর রক্ত জমা থাকলে তা বের করতে হবে, নাক কান গলা বিশেষজ্ঞ দিয়ে।
ক্স রোগীকে আশ্বস্ত করতে হবে।
ক্স সাধারণত উপরোক্ত চিকিৎসায় রোগী ভাল হয়ে যায়।
ক্স যদি রোগী দেরীতে চিকিৎসার জন্য কান থেকে পুঁজ পড়া বা ইনফেকশন নিয়ে আসে তখন তা কানের বহির্কর্ণ ও মধ্যকর্ণের প্রদাহ হিসাবে চিকিৎসা করতে হবে।
ক্স যদি কানের পর্দায় ছিদ্র থেকে যায় তা হলে তিন মাস পর কানের মাইক্রোসার্জারির মাধ্যমে কানের পর্দা জোড়া লাগাতে হবে যা এখন বাংলাদেশে নিয়মিত করা হয়।
ক্স সাধারণত কানের পর্দায় সমস্যা দেখা গেলে যে কোন ফার্মেসি থেকে কানের ড্রপ নিয়ে অনেকেই তা ব্যবহার করে যা একবারেই উচিত না। এক্ষেত্রে কানে কিছুই ব্যবহার করা যাবে না এবং নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে বা নাক-কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।



 

Show all comments
  • Suman halder ২০ জানুয়ারি, ২০১৭, ৯:১০ পিএম says : 3
    আমার কানে পানি ঢুকেছে কান খুচানো ,ব্যথা ।কানে কম শুনছি অনেক!
    Total Reply(0) Reply
  • মো:শাহিনুর রহমান ১ সেপ্টেম্বর, ২০১৭, ৯:৫৩ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন আমি কানে কম শুনে গত ২ বছর গেলো আমার মুখে থাপপর মেরে ছিল, তারপর ১ পর থেকে আমি কানে ভালো ভাবে শুনতে পারে না| সে দিন থেকে আমার কান বধির হয়. আমাকে নিনদা ওতিরসকার করে সবাই'
    Total Reply(1) Reply
    • সৌরভ ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:৫১ পিএম says : 4
      অামনি ডাক্তারের পরাপর্শ নিম
  • sumi ২৫ অক্টোবর, ২০১৭, ১১:১৬ এএম says : 0
    আমার ডান কা‌নের পর্দা ‌ফে‌টে গে‌ছে ।‌ফিবার এর doctor ব‌লে‌ছে।আর এক‌টি ড্রপ দি‌য়ে‌ছে ।এখন কি আমার কান আগের মত ঠিক হ‌বে ?আমার কা‌নে কো‌নো রকম ব্যাথা নেই ।এখন ১ মাস পর treatment কর‌লে কি হ‌বে ?
    Total Reply(0) Reply
  • মোশারফ ১২ নভেম্বর, ২০১৭, ১০:১৬ পিএম says : 0
    আমার কান ছিদ্র হয়ে আছে আমি কি অপারেশন করলে পুনরায় ভাল ভাবে শুনতে পাবো
    Total Reply(0) Reply
  • Amir ১১ জুলাই, ২০১৮, ১০:৩২ এএম says : 0
    কানের পর্দা ফেটে গেলে তা অপারেশন করতে কেমন খরচ লাগতে পারে?
    Total Reply(0) Reply
  • Alamon Islam ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১১ এএম says : 0
    আমার দুই নাক আটকিয়ে নিশ্বাস ফেলতে চাইলে দান কান দিয়ে বাতাস আসে কানে হাল্কা ব্যাথে কানে ভালোই শুনতে পাই। কান দিয়ে এই বাতাস আসার সমাধান কি?
    Total Reply(0) Reply
  • Sohail Abdullah ৩ মার্চ, ২০২১, ৫:২২ পিএম says : 0
    প্রথমে প্রচন্ড ব্যাথা তারপর রক্ত খরন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানের পর্দা ফেটে গেলে

২১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন