Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আদমদীঘিতে চামড়া নিয়ে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া ) উপজেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে কোরবানির পশুর চামড়ার বাজারে মারাত্মক ধস নেমেছে। চামড়ার দাম না পাওয়ায় উপজেলার মৌসুমি চামড়া ব্যবসায়ীদের মোটা অংকের লোকসান গুনতে হয়েছে। অনেক ক্ষুদে ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। চামড়ার বাজার অসাধু সিন্ডেকেট চক্রের নিয়ন্ত্রণে থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের অভিযোগ। তারা বলেন, এবার সরকারের নির্ধারিত মূল্য হিসাবে চামড়া কিনেও তাদের লোকসান গুনতে হয়েছে। উপজেলার পাইকারী আড়ৎদারেরা সরকারি নিয়মনীতি না মেনে তারা তাদের ইচ্ছেমত দামে চামড়া কিনেছেন। এছাড়া বহিরাগত বেশ কিছুসংখ্যক ব্যবসায়ী সান্তাহার শহর ও পার্শ্ববর্তী নওগাঁয় জেলায় অবস্থান নিয়ে অল্পদামে চামড়া কিনেছেন। উপজেলার দমদমা গ্রামের মৌসুমী চামড়া ব্যবসায়ী মিজানুর সরদার, আ. জলিল, আইয়ুব হোসেন, আব্দুস ছালামসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, এখনকার আড়ৎদারেরা পরিকল্পিতভাবে চামড়ার বাজার নিয়ন্ত্রণ করার কারণে তারা লোকসানের মুখে পড়েছেন। তারা বলেন, সরকার নির্ধারিত মূল্য মোতাবেক গরুর চামড়া ২ থেকে আড়াই হাজার টাকা হওয়ার কথা সে চামড়া ১ হাজার থেকে ১২শ’ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া খাসির চামড়া বিক্রি হয়েছে মাত্র বিশ টাকায়। ছোটখাট খাসির চামড়া বিক্রি হয়নি বলেও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদমদীঘিতে চামড়া নিয়ে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ