Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮, ১৩ যিলক্বদ ১৪৪২ হিজরী

ফটিকছড়িতে বজ্রপাতের বিকট শব্দে দোকানীর মৃত্যু

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৭:০০ পিএম

ফটিকছড়ি'র নাজিরহাট পৌর এলাকায় বজ্রপাতের বিকট শব্দে এক দোকানীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের এবিসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফি সওদাগর (৫৫) ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ীর মৃত আব্দুল আজিজের পুত্র।

জানা গেছে, এবিসি স্কুল সংলগ্নে শফি সওদাগরের একটি চায়ের দোকান রয়েছে। রবিবার দুপুরে প্রাইমারী স্কুলের সামনের পুকুরে গোসল সেরে তিনি দোকানে ফিরছিলেন। এ সময় হাঠৎ বিকট শব্দে বজ্রপাত হলে দৌড়ে পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন তিনি। পরে বিকট শব্দের ভয়ে কম্পনোত্তর বুকে ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক শফিকে চমেক হাসপাতালে প্রেরণ করে। নেয়ার পথে হাটহাজারী এলাকায় তার মৃত্যু ঘটে। স্থানীয় কাউন্সিলর সৈয়দ আবুল মনছুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ