Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কঙ্গোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত অর্ধশতাধিক

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন যাদের একজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভারিস্তে বোসাব জানিয়েছেন। বিক্ষোভ চলাকালে পুলিশ অন্ততপক্ষে ১০ জনকে গ্রেফতার করেছে। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, নিহতের সংখ্যা ৫০ জনের অধিক বলে বিরোধী গোষ্ঠীগুলো দাবি করেছে। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছে। রাজধানী কিনসাসার প্রধান সড়কে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর নিহতদের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বলে খবরে উল্লেখ করা হয়। এর আগে দেশটির নির্বাচন কমিশন বলেছিল, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গত সোমবার ঘোষণা দেয়া হয় যে, ওই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না। বিরোধীপক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, প্রেসিডেন্ট কাবিলা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছেন। কেননা আসছে ডিসেম্বরেই তার দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার সময়সীমা শেষ হয়ে যাবে। ৫৫ বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত দেশটিতে কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটেনি। রাজধানী কিনসাসার অধিকাংশ স্কুল ও দোকান বন্ধ রাখা হয়েছে। যারা এই প্রতিবাদ-বিক্ষোভের সঙ্গে জড়িত নন তারাই সমস্যা এড়াতে ঘরের ভেতরে অবস্থান করছেন। এই রাজনৈতিক সমস্যা সমাধানে সরকারসমর্থিত জাতীয় সংলাপের উদ্যোগ নেয়া হলেও অধিকাংশ বিরোধী দল তা বয়কট করেছে। দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এ হিসেবে প্রেসিডেন্ট কাবিলার দ্বিতীয় মেয়াদ চলতি বছরের ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, একই ধরনের প্রতিবাদ-বিক্ষোভে গেল বছর ১২ জন নিহত হয়েছিলেন। রয়টার্স, বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত অর্ধশতাধিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ