Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা বৃদ্ধি পাওয়ায় যশোর শহরের দুটি এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৬:৪৬ পিএম

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে যশোর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। পৌরসভার দুইটি ওয়ার্ডকে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত কার্যকরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোরে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সরকারি বিধি নিষেধ কঠোরভাবে প্রতিপালনে সীমিত পরিসরে জনসাধারণ চলাচল করতে পারবে। বিনা প্রয়োজনে এই দুই ওয়ার্ডের লোকজন ঘরের বাইরে যেতে পারবেন না।

যশোর ছাড়াও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন বিধিনিষেধ কার্যকর করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসন এটিকে লকডাউন বলছে না। সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলা হচ্ছে। এখনই নয়, পরিস্থিতি আরো পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ