Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে টিকা নীতিতে ফের পরিবর্তন

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও বজ্রপাতে নিহত ২৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

টিকা নীতিতে আরেক দফা পরিবর্তন এনে আগামী ২১ জুন থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা, সোমবার জাতির উদ্দেশে দেওয়া মোদির ভাষণে ভারতের টিকা নীতিতে দফায় দফায় পরিবর্তনের বিভিন্ন দিকও তুলে ধরা হয়। ঘোষণা অনুযায়ী সব রাজ্যে টিকা সরবরাহের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। সেজন্য রাজ্য সরকারকে আলাদা করে আর কোনো খরচ দিতে হবে না। সম্প্রতি কেন্দ্রের টিকা নীতির সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে টিকা কিনে দেওয়ার অনুরোধ করেছিলেন। আহ্বান অনুযায়ী সমস্ত রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ভাষণে নরেন্দ্র মোদী বলেন, “দরিদ্র-উচ্চবিত্ত-নিম্নবিত্ত সমস্ত দেশবাসীকেই বিনামূল্যে টিকা দেবে সরকার।” মোদি বলেন, “ভারতে উৎপাদিত মোট টিকার ৭৫ শতাংশ কিনে নেবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ পাবে বেসরকারি হাসপাতাল।”টিকা দিতে বেসরকারি হাসপাতালে ১৫০ টাকার বেশি সার্ভিস চার্জ রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সোমবার ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে হুগলি জেলায় ১১, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় দুই এবং দুই মেদিনীপুরে চার জনের মৃত্যুর খবর মিলেছে। হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের দুই জনসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে। পোলবার দাদপুরে প্রাণ গেছে তিন জনের। তারকেশ্বরেও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হরিপাল ও সিঙ্গুরে এক জন করে দুই জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন। মর্মান্তিক চিত্র মুর্শিদাবাদেও। শুধুমাত্র জঙ্গিপুর মহকুমাতেই বজ্রপাতে মারা গেছে সাত জন। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও দুই জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুইটি পৃথক স্থানে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ দুই জনের। অন্যদিকে, মেদিনীপুরে দুই জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ায় মারা গেছে দুই জন। হতাহতরা প্রায় প্রত্যেকেই সে সময় মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ