Inqilab Logo

শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮, ২০ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

মুসলিম বিদ্বেষী প্রচারণার কারণেই কানাডায় মুসলিম হত্যাকান্ড জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৫:৪০ পিএম

কানাডায় একই পরিবারের ৪জন মুসলমানকে ট্রাকচাপায় পরিকল্পিতভাবে হত্যাকারী সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি আরো বলেন, সারাবিশ্বে মুসলিম বিদ্বেষী প্রচারণার কারণেই কানাডায় সন্ত্রাসী কর্মকাÐ ঘটিয়ে আমার মুসলিম মা-বোনদেরকে শহীদ করা হয়েছে। জাতিসঙ্ঘ ও ওআইসিসহ সকল মানবাধিকার সংগঠনদের প্রতি এই সন্ত্রাসী কর্মকাÐের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য তিনি আহবান জানান। কানাডায় মুসলিম হত্যাকাÐের সাথে জড়িত সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য তিনি দেশটির প্রেসিডেন্টের প্রতি উদাত্ত আহবান জানান। আজ বুধবার দুপুরে লাকসাম ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে মাওলানা মুহাম্মদ উল্লাহর সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলামের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. গোলাম মহিউদ্দিন এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলামের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী ও মাওলানা নুরুল হক সিরাজী।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ