Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

চুক্তিতে ফিরলেও নিষেধাজ্ঞা থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তার দেশ যদি ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফিরেও আসে তবুও তেহরানের ওপর ‘শত শত’ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর আবর নিউজের। ছয় জাতির সাথে ২০১৫ সালে পরমাণু চুক্তি করে ইরান। তবে ২০১৮ সালে সেই চুক্তি থেকে এককভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই ইস্যুতে ইরানের সাথে পরোক্ষ আলোচনা শুরু করে। সেনেটের এক শুনানিতে ব্লিনকেন বলেন, যদি যুক্তরাষ্ট্র ওই চুক্তিতে ফিরেও যায় তাহলে ট্রাম্প প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞাসহ যেসব নিষেধাজ্ঞা রয়েছে তা বহাল থাকবে বলেই আমি মনে করি। তিনি বলেন, ইরান যদি ওই চুক্তির শর্তের ব্যাপারে ধারাবাহিকতা বজায় না রাখে এবং আচরণ পরিবর্তন না করে তাহলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইউরোপীয় কূটনীতিকদের মাধ্যমে ভিয়েনায় ওই আলোচনা চলছে। তবে নিষেধাজ্ঞা তোলা বা না তোলার বিষয় নিয়ে আলোচনা আটকে আছে। বাইডেন প্রশাসন বলছে, ইরান চুক্তির শর্ত মানলে তারা ট্রাম্পের আরোপ করা তেল রপ্তানির নিষেধাজ্ঞাসহ বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি আছে। তবে ইরান সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে বাইডেন প্রশাসন বলছে, মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন গ্রুপকে ইরানের সহায়তার উদ্বেগ থেকে কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে। সিএনএন।



 

Show all comments
  • Nayeemul ১০ জুন, ২০২১, ৩:৩৬ এএম says : 0
    Ei jonno Kim Jong un er decision this. Kim Parker oder size korte
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ