পদ্মা সেতুর দুই প্রান্তে যানজট

উদ্বোধনের পর আজ রোববার ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু।
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন রোধে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে র্যাব অভিযান চালিয়েছে। অভিযানকালে ৭ জনকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৬ জানিয়েছে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খুলনা সদর থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনসমাগম করার অপরাধে ৭ জনকে জরিমানা করা হয়। অভিযানে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইভা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।