সরকার পতন পর্যন্ত রাজধানী না ছাড়ার ঘোষণা ইমরান খানের

সয বাধা অতিক্রম করে পাকিস্তান তাহরিকে ইনসাফের কর্মী ও সমর্থকরা ইসলামাবাদের দিকে যাওয়ার চেষ্টা করেছে।
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এমন অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠায় বিজেপি। বুধবার দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এ সময় তিনি বলেন, ‘আমি মোদিজিকে বলেছি, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জন নারী ধর্ষণ করা হয়েছে। এই সমস্ত অপরাধের সঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত। হাজার-হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।