Inqilab Logo

রোববার, ০১ আগস্ট ২০২১, ১৭ শ্রাবণ ১৪২৮, ২১ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

খুলনায় আজ করোনায় আক্রান্ত ১৪৮, মৃত্যু ৩

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ৯:০৪ পিএম

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে । খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাট ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।

মৃতরা হলেন- বাগেরহাট মোংলা এলাকার মৃত মোহাম্মদ আলী খার ছেলে আসলাম খা (৪০) । রামপালের মৃত শেখ আঃ গফুরের ছেলে শেখ জামিরুল ইসলাম (৪৫)। মোড়েলগঞ্জের কচু বুনিয়া এলাকার আনসার আলীর ছেলে শামীম হোসেন (৩৯)।

এ নিয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯৮ জনের মৃত্যু হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন